037146053
9:30 AM-05:00 PM

অধ্যক্ষের বাণী

প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী-২৯৭২
রামগড় সরকারি কলেজ
রামগড়, খাগড়াছড়ি।

পাহাড়ি বাঙ্গালিসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর অপূর্ব মিশেলে গড়ে ওঠা রামগড় সরকারি কলেজ, রামগড় উপজেলার প্রাচীন ও একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতির কোন বিকল্প নেই। আগামীর বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করা সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রুপকল্প ২০২১ কর্মসূচির পূর্ণ বাস্তবায়ণের জন্য প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী। এ লক্ষ্যকে সামনে রেখে রামগড় সরকারি কলেজ তাদের ওয়েবসাইটকে আরও সময়োপযোগী করে প্রকাশ করেছে। রামগড় সরকারি কলেজকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশ্ব মানচিত্রে আতœপ্রকাশের জন্য কলেজের সকল কার্যক্রম তথা শিক্ষক , কর্মচারী ও শিক্ষার্থীদের যাবতীয় তথ্যাদি কলেজ ওয়েবসাইটে সন্নিবেশিত হয়েছে। যা সকলের সব ধরণের সেবা প্রাপ্তিকে আরও সহজতর করবে। আধুনিকায়নের অংশ হিসেবে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়ার সাহায্যে শ্রেণিতে পাঠদান সম্পন্ন করা হচ্ছে। কলেজের নিজস্ব ওয়েবসাইট তরুন প্রজন্মকে তথ্য ও প্রযু্িক্তর ব্যবহার ও জ্ঞানার্জনে অধিকতর আগ্রহী করে তুলবে এই আমার প্রত্যাশা।

উপাধ্যক্ষের বাণী

প্রফেসর মুহা. জয়নুল আবেদীন-২৮৬৪
রামগড় সরকারি কলেজ
রামগড়, খাগড়াছড়ি

বাংলাদেশ ও ভারতের সীমানা ঘেঁষে বয়ে চলা ফেনী নদীর তীরে গড়ে উঠা এক সময়ের সমৃদ্ধ মহকুমা শহর রামগড়ের উচ্চ শিক্ষার এক মাত্র প্রতিষ্ঠান রামগড় সরকারি কলেজ- কালের পরিক্রমায় স্বমহিমায় দীপ্তি ছড়িয়ে এ অঞ্চলের অধিবাসীদের আশা আকাঙ্খার প্রতীকে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌকর্য মন্ডিত জনপদ রামগড় যেমন জীব বৈচিত্র্যে প্রাচুর্যময় তেমনি এখানে বহু জাতিগোষ্ঠীর মানুষের অপূর্ব মেলবন্ধন ঘটেছে। অর্থনৈতিক অনগ্রসরতা, দারিদ্র্য, কর্মসংস্থানের সুযোগের অভাব সত্ত্বেও সন্তানদের উচ্চ শিক্ষা দানের জন্য এখানকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণ সঞ্চার করে যাচ্ছে রামগড় সরকারি কলেজ। ১৯৮০ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে বহু নিবেদিত প্রাণ শিক্ষক, শিক্ষা প্রশাসকের আন্তরিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান উপহার দিয়েছে বহু সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলীসহ অসংখ্য উচ্চ শিক্ষিত তরুণ। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা  ও মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) পর্যায়ে শিক্ষাদানকারী এ প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায়  স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করা সম্ভব হচ্ছে না। কলেজটিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করা সময়ের দাবী। বর্তমান প্রশাসন এ লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আমি আশাবাদী অদূর ভবিষ্যতে এ অঞ্চলের ছেলে মেয়েরা রামগড় সরকারি কলেজ থেকে  স্নাতক( সম্মান ) ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স লাভ করতে পারবে।